“একদিন ভোর হবে” কবিতাটি লিখেছেন শুভ চিন্তার কবি ফাতেমা আক্তার ।

781
“একদিন ভোর হবে” কবিতাটি লিখেছেন শুভ চিন্তার কবি ফাতেমা আক্তার ।

একদিন ভোর হবে

              ফাতেমা আক্তার

একদিন রাত শেষে ভোর হবে
মৃয়মান সূর্যটাও আলোর বন্যা ছড়াবে,
চাঁদটা আবারও ঝলমলিয়ে হাসবে
জোছনা রাতে অজানা বুলবুলিটা ডাকবে।

ঘাসের নরম বিছানাতে পৃথিবীর সবাই
আবারও নতুনভাবে বাঁচবে,
একদিন এই অমানিশা কেটে যাবে,
সমুদ্রের বুকের ঢেউয়ে মানুষ
আবারও তার ভালোবাসা খুঁজবে।

একদিন ক্লান্ত পায়ে পথিক
বটের তলে ছায়ায় জিরোবে,
শিশু খলখলিয়ে উঠবে মায়ের কোলে
পাঠশালায় যাবে ছেলের দল।

সেদিনের অপেক্ষায় থেকো প্রিয়
নির্মল বায়ুতে একসাথে শ্বাস নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here