আ মরি বাংলা ভাষা
চন্দ্রা মজুমদার
তোমার গায়ে লেগে থাকা রক্ত
তোমায় বলতে শিখিয়েছে
তোমাকে হারিয়ে ফেলার ভয়ে বাংলা যখন ব্যাতিব্যস্ত
তখন বাংলা মায়ের করুন আর্তি,
গভীর মনন ছুঁয়ে ছিল যে দামাল ছেলেদের মন
তারা নিজেদের উৎসর্গ করে
মায়ের আঁচল লাল আলিপনায় রাঙিয়ে
উপঢৌকনে মাকে দিয়েছিল
তার মুখের ভাষা।
মা সেদিন কাঁদছিল না হাসছিল
কেউ আজও জানে না সে কথা
আজ ও একুশে ফেব্রুয়ারি আসে
আজ ও সবাই গন্ধ নেয় রক্তে ভেজা সেই মাটির
একটা দীর্ঘনিঃশ্বাস ছুঁয়ে যায় সেই সমাধি স্থলগুলো
আবার ওতারা জেগে উঠে, আমরা সমৃদ্ধ হই
পাই এগিয়ে যাবার মন্ত্র।
ওদের হাত ধরে হাঁটুক আগামী প্রজন্ম
বিশ্ব মায়ের আঁচলের বুননে বুননে
গাঁথা হোক আ মরি বাংলা ভাষা।