বিষাদ অনুরাগ
নূরজাহান শিল্পী
গোধূলির কিছু রঙ
জীবন জলছবিতে আজকাল ধূসর বিবর্ণ রঙ ছড়ায়
মেঘবতী অভিমানী আলোকে
অনুভূতির তীব্র দহনে
পুড়ে খাক হয়ে যায় পূর্ণিমার চাঁদ
ব্যাকরণের জটিল সমীকরণে
আত্মার পালক জুড়ে নীলচে দাগ হহহ
তোমার পাঁজর ভাঙা আর্তনাদে
খসে পড়ুক নীরবতার দেয়াল
তোমার পালিত আজন্ম অহংকার
প্রলয় অগ্নিশিখায় জ্বলে উঠুক
হৃদপিণ্ডের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড
পৃথিবীর ফুসফুসের মতো পচনকালে
অতিক্রান্ত তোমার অস্ফুষ্ট আত্মার ক্রন্দন |
হেরে যাওয়া বেদনার জয়ে বিষাদ -অনুরাগে
লেখক লন্ডনের বাংলাভাষী পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদনায় আছেন