“অসমতা ” ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন প্রতিভাধর কবি আফরোজা চৌধুরী ঝুমুর ।

665
“অসমতা ”
কবি আফরোজা চৌধুরী ঝুমুর

অসমতা

              আফরোজা চৌধুরী ঝুমুর

 

অসময়ের প্রদীপ শিখা জ্বলে রে
দীক্ষিত শিষ্যের পিঞ্জিরার বক্ষ ফুঁড়ে।
অকাল বোধনে যেন মন্দিরার সুরে।
অস্পৃশ্য চোখের তারার আলোয়
প্রেমের ডঙ্কা বাজে রে।।

অরুণ প্রাতে সিদ্ধহস্ত যোগী সেকি মহামায়ারে?
মমতা ভরে বিনিদ্র রজনী ভাসে
এ কোন স্বর্গসুখের ছায়ারে?
অসম মিলনের দাবদাহে পোঁড়ে
পাওয়া না পাওয়ায় হিসেবে ।।

সব ডুবে যায় কালের গহবরে
বৈরী কি করে বন্ধু হবেরে?
সে থাকে অন্তরে, কখনো দিগন্তরে
সঞ্চিত ব্যথা আঁচলে ভরে,
খেয়ালেই যায় হারিয়ে ।।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here