কলমযোদ্ধা _রীতা ধর এর বিস্ময়কর মর্ম স্পর্শী কবিতা “মৃত্যুঞ্জয়ী প্রার্থনা”

369
রীতা ধর এর বিস্ময়কর মর্ম স্পর্শী কবিতা “মৃত্যুঞ্জয়ী প্রার্থনা”
কলমযোদ্ধা _রীতা ধর

“মৃত্যুঞ্জয়ী প্রার্থনা “

                                রীতা ধর

বিরানপথের উদাস ধুলো
ভয়ার্ত হৃদয়ের নোনা ধারায়
পাড় ভাঙ্গা নদীর মতো নীরবে বয়।
বিচ্ছেদের কাতরতা স্তব্ধ, বন্ধ ঘরের গুমোট হাওয়ায়।
অদৃশ্য কীট ক্রমাগত ভাঙ্গনে বিষাক্ত ফণা তুলেছে মহামারির,
নিরন্ন উদর বাঁধভাঙ্গে অসীমের পথে।
জনশূন্য ধোপার ঘাট
জলকেলির তল্লাট বিভাজনে বিষাদ।
অহিংসা পরম ব্রতে অভিযোগহীন নির্বাসনে
মানবতা নির্জলা পাথর।
জানালার গ্রিলে মাথা ঠুকে ঠুকে সভ্যতার
ধ্বংসস্তূপে যে ব্রহ্মাণ্ড নিশ্চুপ,
অক্ষয় জয়গানে কেবল তাতেই দণ্ডবৎ।
তীরবিদ্ধ দণ্ডিতের ন্যায় অনুতাপময় কান্না
মুক্তির জয়গানে কেবল তাতেই নতশির।
মৃত্যুর ধ্রুপদ পথে আবার দেখা হোক
সোনালি প্রভাত,হেসে উঠুক প্রাণে নব কিশলয়,
আবার বেজে উঠুক ঘন্টা মন্দির, গীর্জায়।
গৃহস্থালীর উঠোন জ্বলুক পুণ্যের শিখায়,
কম্পিত ভূতল হতে উঠে আসুক নির্মল প্রাণ
নিয়ে আসুক নতুন জীবন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here