কলমযোদ্ধা_রেবা হাবিব এর জীবন যুদ্ধের বিস্ময়কর কবিতা “খেলনা জীবন”

499
রেবা হাবিব এর জীবন যুদ্ধের বিস্ময়কর কবিতা “খেলনা জীবন”
কলমযোদ্ধা_রেবা হাবিব

খেলনা জীবন

                    রেবা হাবিব

—————–
খেলনা জীবন খেলছি অবিরত
যা কিছু হচ্ছে ঘটছে, ভাঙছে সবকিছু
গল গল করে ঝরে পড়ছে হাতের আঙুলের ফাঁকে
যত নিষ্ঠুর বাস্তবতা!!
পৃথিবীটা দুলছে যেন কানের ঝুমকার মতো।
নিঃশ্বাসে টেনে নেওয়া যত বায়বীয় প্রেম !
অনেক প্রশ্ন জমা হয়ে আছে মনের ভিতর
প্রকাশ করাতেই
উত্তরগুলো যেন নীরবতায় প্রকাশ পেল
বাগানের সারি সারি গাছের মাঝে।
কিছু একটা আশার আহবানে
আকাশে উড়াল দিল মন পাখি।
সময়ের আঙিনায় দহনের নকশা
যেন আঁকা বিচিত্র বৈভবে।
বয়সের কুণ্ডলীভেদ করে নিরাপত্তাহীনতার
মাঝে ঘুমটা হঠাৎ ভেঙ্গে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here