“ মাগো তোমায় ভুলিনি ” ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন প্রতিভাধর কবি নীলিমা শামীম ।

469
প্রতিভাধর কবি নীলিমা শামীম

মাগো তোমায় ভুলিনি

                                  নীলিমা শামীম

 

মাগো তোমায় ভুলিনি ভুলতেও পারবোনা
তুমি ছিলে মাগো মোদের সন্ধ্যার আলোচনা ,
প্রতিমাসের নির্দিষ্ট দিন থাকতো মিলন মেলা
তোমার বিহনে এখন সকলে মোরা শুধু একেলা ।

তুমি গেলে একেলা করে বাবা ছিলেন চারিপাশে
এখন তুমি সেই বাবাকেও নিলে না ফেরার দেশে,
মনের কষ্ট বলার মত রাখলে না আর কোনো রেশ
তুমি হীনা এখন আমরা থাকি কি নিয়ে বলো বেশ।

তোমার কথা মনে হলে কান্না ছাড়া নেউ আর কিছু
বাবার অভাব পূরণ করার মত রইলনা কেউ পিছু,
দেবার মত অনেক আছে নেবার মত কিছুই নাই
হাসি হয়তো ভুলেই গেছি চার বোন আর তিন ভাই।

বুড়ো হবার স্বাদ ছিলোনা ছেড়ে যাবার জন্যই কি?
কম বয়সে মা -বাবা হারা মনরাজ্য ভাব মানায় নি,
দিতে দিতেই হাড়িয়ে গেলে ,নিবার সময় টুকু দিলেনা
যাদের আছে মা- বাবাশুনেছি আশ্রম করেন ঠিকানা

বাড়ী – গাড়ী ধন দোলত সবি মোদের আছে মা
তুমি ছাড়া এই জগতের মুল্য খুঞ্জেই পাই না,
মন খারাপের ঔষধ ছিলে ভর দুপুরেও যেতাম তাই
এখন মোদের বাবার বাড়ী নিত্য সেই আর মজা নাই৷

তোমার কথা মনে হলে অশ্রু ঝড়ে পড়ে দুচোখের তারায়
তোমায় খুজি নিত্য নিশি ওই সুকতারাদের ছলনায় ,
আকাশ বুকে তোমার বাসর তাইতো খুজি রাত- দুপুর
বিধাতার প্রিয় ছিলে তাই বানিয়েছে হয়তো বেহেস্থের হুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here