সাকী
সৈয়দা কামরুন নাহার শিল্পী
সাকী, আজ পবিত্র রাত্রি তাই কি চাঁদের আলোরপরশ নিদারুণ দোষে,
কঠোর হেসে আমার এ কুসুম কোমল কন্টক হীন প্রাণ
ওদের মিথ্যে কথার অত্যাচারে।
শত কষাঘাতে আমার
হৃদয় দুয়ারে দাঁড়ায়ে–
দাওনা সাকি! একটু সরাব ঢেলে ওই সুন্দর পেয়ালায়!
প্রিয়তম আমায় যা দিয়েছেন ভালোবেসে উপহার।
সেই পেয়ালায় শরাব
পিয়াব অামি —
সেই সময়ের সাক্ষী করে।
যা উজার করে হয়েছি
আমি নিঃস্ব কলঙ্কিত
এ জগৎ সংসারে।।