কবি জেসমিন জাহান এর কবিতা “বৈশাখী মধ্যাহ্ন ”

821
কবি জেসমিন জাহান এর কবিতা “বৈশাখী মধ্যাহ্ন ”

বৈশাখী মধ্যাহ্ন

                       জেসমিন জাহান

ইচ্ছে করে চলে যাই দূর থেকে বহুদূর কোথাও
তোমাদের আনন্দপুর ছেড়ে কোনো অন্ধ গুহায়
ভাবনার কৌটাটা খুলে অলস দুপুরে শুধু একা।
হৃদপিন্ড খুলে কষ্টগুলো রাখি জানালার কার্নিশে
নির্মল কথামালায় গাঁথি জীবনের কাব্যগাঁথা।
পড়ন্ত বিকেল এসে ছুঁয়ে যাক আমার অতীত
সন্ধ্যার জোনাকীরা ভবিষ্যৎ রচনায় থাকুক ব্যস্ত
একলা পাখির মতো আমি শুধু বিচরণ করতে চাই
ঝড়ো হাওয়ার বৈশাখী এই দুরন্ত মধ্যাহ্ণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here