”শেষ যাত্রা”
হামিদা পারভিন শম্পা
যদি কাল এমন একটা
সকাল আমার হয়,
এই রাত চিরদিনের জন্য
ভোরের আলোয় না রয়।
সকালটা যার কেটে যায় ঘুম
ভাংগাতে সবার ঘরে ঘরে,
আজ সকালে তার ঘুম ভাংগার
কথা নাহি মনে পরে।
বেলা বাড়ার সাথে ভাবনা সবার
হলো আজ তার কি?
এতো বেলায়ও আজ তার
ঘুম কেন ভাংগেনি!
ডেকে ডেকে যখন আর কেউ
পাচ্ছিলো না কোন সাড়া
বুঝলো সকলে এটা ছিল তার শেষ ঘুম
এতোক্ষণে পুরো পাড়া।
আত্নীয়- স্বজন, আর শত্রু-মিত্র
সকলে হলো জড়ো,
শেষ যাত্রার আয়োজন তাড়াতাড়ি
হয়ে গেলো শুরু।
নাড়ী ছেঁড়াধন প্রাণের পতি
সকল-ই হলো যে পর,
“আশাহ্দু আল্লা ইলা – হা ইল্লাল্লাহু ” বলে
নিয়ে গেলো সবাই ফেলে আপন ঘর।।