চোখের অতলে ডুবে চোখ
রীতা ধর
কারো কাছে কোন কথা ছিলোনা বলার,
সমস্ত কথা ওবেলায় অরণ্যের
বুনো ঝোপের গায়ে ঝরেছিল
বাউলা আকাশের বৃষ্টির মতো,,,
চোখের অতলে ডুবে আছে চোখ
হাতের তালুতে বাঁধা হাত।
শেষ বিকেলে আসন্ন গোধূলি বিভায়
যে সুর জেগেছে মরমের পরে,
তারই প্রতিধ্বনি বেজে ওঠে
তোমার সুরে, তোমার প্রাণে।
যে সুখে ঝর্ণা বয় দু’চোখের কোণে
প্রশান্তির ডানায় চড়ে ফিরে যায় পাখি
তার ভালোবাসার নীড়ে,
জীবনের পড়ন্ত বেলায়
সে সুখের চারাটি বেড়ে ওঠে
তোমার অমল আঙিনায়।
আমার সমস্ত অর্জন, পূণ্যের ভাণ্ডার
যদি শ্রাবন্তী আলোতে দেখায় অনন্তের পথ,
তবে সে পথে যেতে যেতে আমার সমস্ত আয়ুরেখা মিশে যাক তোমার রেখায়,
পরজন্মে এই ঋণেই বেঁধে নেবো তোমায়।
সেদিন আমায় স্বার্থপর বলোনা,,,
অশ্রু লুকিয়ে এক জনমে কতো আর নিভৃতচারী হবো বলো!
সমস্ত জীবনের দায়ভার তাই তোমায়
দিয়ে দিলাম,,,