“ভালোবাসার প্রেতাত্মা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি-রহিমা আক্তার রীমা

488
“ভালোবাসার প্রেতাত্মা”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি-রহিমা আক্তার রীমা

ভালোবাসার প্রেতাত্মা

                 রহিমা আক্তার রীমা

একসময় অতি ভালোবাসার মানুষটা যখন-
হঠাৎ পরিবর্তন হতে থাকে তখন পৃথিবীটা বদলে যায়।

আগের মত ভালোবাসা চাইলেই পাওয়া যায় না
আগের মত দেখতে মন চাইলেই দেখা হয় না
আগের মত কথা বলতে চাইলে আর সময় দেয় না
আগের মত রোজ শুভ সকাল আশা করতে পারি না
আগের মত সে আর কেমন আছি জানতে চায় না?

পরিবর্তনগুলো খুবই যন্ত্রণাদায়ক ও অবহেলার
বেঁচে থাকতে কষ্ট হলেও ধীরে-ধীরে মেনে নিতে হয়,
শত অভিযোগের যখন কোন মূল্য পাওয়া হয় না
তখন বেড়ে যায় দুরত্ব তারপর বিচ্ছেদ!

কিন্তু মানুষটা ফের উঁকি দিতে চায় মনের দরজায়
প্রচণ্ড ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেওয়া যায় না
হয়তো বিরহের চৌকাঠ ডিঙিয়ে হয়ে ওঠে আপনজন
কিন্তু মনের চৌকাঠে জায়গা হয় না আগের মত।

মূল্যবান সম্পর্কটা টিকে থাকে কিন্তু হয়ে যায় সস্তা
মানুষটার অবয়ব হয় যেন ভালোবাসার প্রেতাত্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here