বিশিষ্ট কবি-রেবেকা রহমানের কবিতা“প্রতিবিম্ব”

369
বিশিষ্ট কবি-রেবেকা রহমানের কবিতা“প্রতিবিম্ব”

প্রতিবিম্ব
রেবেকা রহমান


প্রেম ভাবায়নি আমায় —
ভাবিয়েছিলো একটা বিরহবিকাল
বরষা স্নাত গাছগুলো এত সবুজ ছিলো, আর রাস্তাগুলো টিপটাপ
আকাশ থেকে থরে থরে ঝরে পরছিলো ভীষণ বিষন্ন সুখ যে-
আমি তোমায় না ভেবে পারছিলামনা!
চুড়িওয়ালাদের ঝুন ঝুন করে বেজে ওঠা চুড়িগুলো –
তাদের উজ্জ্বল রং আমাকে জাগিয়ে তুলতে পারছিলো না মোটেই….!!
কেবল ভেসে উঠলো জলভরা চোখের ঝাপসা ক্যানভাস
আমাদের সময়, টুকরো টুকরো স্মৃতির সাতকাহন
বর্ষার মেঘভরা আকাশের আজ কোন তাড়া নেই
ঝরে পড়ার —
অথচ সেদিন ঝুম বৃষ্টির দিন, মেঘের বড্ড তাড়া ছিল ঝরার!
আমার ভিজা নীল শাড়ি অনবরত ছুঁয়ে যাচ্ছিল তোমায়
ভিজে যাচ্ছিলো তোমার পাঞ্জাবি
বিদ্যুৎ চমকে একটুও ভয় পাচ্ছিলাম না দুজন
পিছল রাস্তার বাঁকে থমকে গেছিলো আমাদের আদ্র সময় …
ঝুম বৃষ্টির অন্তরালে হঠাৎ টেলিফোন লাইনে কেটে গেলে
বাকী থাকা কথার মতো
জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আজো অসমাপ্ত সম্পর্ক!
সেই সম্পর্ক আমাকে ভাবায়নি একদম
সুধু ভাবিয়ে গেলো এই বিরহবিকেল
যা দেখতে অবিকল আমাদের মতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here