স্বপ্ন উড়ান দ্রোহকল্প
কাজী আতীক।
তুমি হয়তো বিকার ভাবছো, ভাবতেই পারো
আমি তবু ঝড়ের রাতেই চাইবো পেতে স্নিগ্ধ চাঁদের আলো
অথবা বৃষ্টি ভেজা দিনে- চাইবো নাহয় তপ্ত দুপুর রুদ্র
আমার খুশী আমি হিমালয়ের চুড়ায় খুঁজবো উত্তাল সমুদ্র
তুমি যা খুশী তাই ভাবো
এটাই আমার দ্রোহ
পদ্ম গোলাপ রেখে আমি ঘাসফুলটাই নেবো
আর পাল ছিঁড়ে হাল ধরতে চাইবো তীব্র স্রোতের উল্টো।
তুমি হয়তো বিকার ভাবছো, ভাবতেই পারো
আমার আগুন দহন বিহীন উষ্ণ দেবে
আমার বাতাস হালকা বয়ে প্রাণ জোড়াবে
মরা গাঙ্গেই জোয়ার জাগানোর ইচ্ছা প্রপাত-
বিজলি চমক, বজ্রনিনাদ- হাপর হাতুড়ি, যেমন-
যতো সব প্রতিভাবনা পুড়িয়ে সোনা স্বপ্ন সাজাবে।
তুমি হয়তো বিকার ভাবছো, ভাবতেই পারো
আমি কেবল অপঘাতের উল্টো মেরু এক আশার মতো
যেমন বিঘ্নবিহীন সুখসারি এক হৃদ্ধ প্রণয় প্রেম জানাবো।
তুমি নাহয় ভাবতে থাকো, যা খুশি তাই ভাবতে পারো
আমি তবু স্বপ্ন উড়ান দ্রোহকল্প বোধ ছবিটা এঁকে যাবো।
লেখক বিশেষজ্ঞ পরামর্শক, যুক্তরাষ্ট্র আয়কর রিটার্ন এবং অভিবাসন সহায়তা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।