আত্মার আত্মীয়
সাহানুকা হাসান শিখা।
এসো তোমায় ছুঁয়ে দেই
দেহ নয়,আত্মা দিয়ে।
সবাই কে যখন একদিন
মৃত্যুর স্বাদ নিতেই হবে।
তাহলে জীবনের স্বাদও
সবার নেয়া উচিত।
আর এই জীবন দর্শনে,
আত্ম দর্শনই বড় আর্শি।
জীবন এমন একটি বস্তু
তাকে যেভাবে সাজাবে
সেভাবেই সাজবে।
যদি কোন সম্পদ পেতে চাও
তাহলে নিজের দিকে তাঁকাও।
তোমার আত্মার সাথে মিশে আছে
সকল রত্ন।
তাই সবার আগে নাও তোমার।
আত্মার যত্ন।
তুমি তোমার আত্মার পরম আত্মীয়
তারই মাঝে সকল শিক্ষা।
কোন কিছুর জন্যই আর,
অন্যত্র হবে না নিতে দীক্ষা।
নিজেকে দেখো নিজের দর্পণে
শুদ্ধ হবে তুমি আত্মদর্শনে।