কাব্যি
সেক জাহেদ উল্লা
আকাশটা এক সময় বাঁকতে বাঁকতে –
নদীকে চুমু খাবেই ।
তার ঠোঁটের আঁধারি দাগ –
মিলবেই নদীর বুকে ।
কাশ ফুলে লেগে থাকবে –
আকাশের আনন্দ হাসি ।
এভাবেই আমি ওদের – দেখতে ভালবাসি ।
তুমি বলবে –“যা তা”
কাব্যি বোঝ না !
ভাবতেই পারি এমন তালগোল , আবোল তাবোল ।
থাকনা আমার সেইটুকু স্বাধীনতা –
আকাশের নদীকে চুমু খাওয়ার মতো ।
—আকাশ, নদী, ফুল, পাখি –
ওরাই আমার সাথী , বিনিদ্র রাতের ।
হোক না ওদের মিলন –
নাইবা মিলল শব্দের শেষে শব্দের ।।