“আহ্বান ”জীবন অনুভূতির অসাধারণ কবিতা লিখেছেন কবি গাজী মোসাঃ লতা ইসলাম ।

626
কবি গাজী মোসাঃ লতা ইসলাম

// আহ্বান \\___

               গাজী মোসাঃ লতা ইসলাম

ও হে আজিকার নবীণ আগে বাড়ো,
দূর্গম গিরি প্রাচীর ডিঙিয়ে,
শত সহস্র মরুদ্যান পেরিয়ে।
অসীমের পথে,থমকে দাঁড়াবার নেই সময়,
যদিও দিগন্তের পথ হয় ক্লান্তুিময়।
এক হাতে রণতুর্য্য,অন্য হাতে জয়ের নিশাণ,
আঁধারের ভিড়ে নিয়ে চলো আলোর মিছিল,
সমস্বরে গেয়ে উঠো জয় গান;
আমরা স্বাধীন,আমরা স্বাধীন,নয়তো পরাধীন।

এক মুঠো রোদ্দুরে তীব্র গতিময়ে,
হোক তোমাদের পথ চলা,
রেখো বুকে সাহস থাক না বাঁধার ছলাকলা;
পরাধীনতার শিকল ছিঁড়ে,
পাহাড় নদী পেরিয়ে বনভূমি দূর- বহুদূর,
ক্লান্ত পথের বিরাম হোক কোন মধ্যে দুপুর।
ঘর্মাক্ত ঐ ক্লান্ত শরীর জেগে উঠুক আহ্বানে,
মুক্তির তরে সংগ্রাম করো,
শান্তি খুঁজো চায়ের কাপ কিংবা কফিতে ।
মানিনা পরাজয় আমরা নবীণ নির্ভিক,
জলোচ্ছ্বাসের বুকে,আমরাই মাস্তুুলের সাহসি নাবিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here