“অভিযান” মানব বোধের অসাধারণ কবিতা লিখেছেন ভারতের কবি নওরোজ নিশাত।

465
“অভিযান”
ভারতের কবি নওরোজ নিশাত

অভিযান

              নওরোজ নিশাত

এই লাল সবুজের দেশ আমার
দেশের মাটিতে পা রেখে
আমি বেড়ে উঠি , সাথে আমার মনন।
এই হাত ভিক্ষের জন্য নয়
এই হাত হাত ধরার জন্য
এই হৃদয় কেবল তুমি তুমিতে অবরোধ হয়নি
এই হৃদয়ে তোমাদের সাথে
আমার প্রিয় দেশ ,আমার স্বজন।

এই মাথা বিক্রি করার জন্য নয়
শাল গাছের মতো উঁচু করে রাখার জন্য।

তাই আমি রোজ বেড়ে উঠি
আর তোমরা
রোজ ছোট হয়ে যাও।

বেড়ে উঠা মানেই লম্বা নয়
বেড়ে উঠা মানেই
দেশের জন্য একজন সুনাগরিক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here