ফাল্গুনের কৃষ্ণ চূড়ার সেরা থেকে কবি মৌসুমী মিত্র এর কবিতা“লষ্ট মেয়ের ”

519
মৌসুমী মিত্র এর কবিতা “লষ্ট মেয়ের ”
কবি মৌসুমী মিত্র

লষ্ট মেয়ের কথা

                              মৌসুমী মিত্র ।

মোতিয়ার কথা :—-
আমি যে মা হারাইন গেছি কত্ত লোকের ভীড়ে ,
পাই না খুঁজে তুদের কে আর ,
কুথায় আছিস মা রে
আমার বুক ঢিপঢিপ করে !
দ্যাখ না হিথাক কত্ত লোকে কত্ত কথা বলে ,
কুথাক আছিস তুদের কথা কেউ বলে না মুকে ॥
মা রে ,,,,
মোর কথা কি আর তুদের মনে পড়ে না রে !!
ক্ষুধার জ্বালায় ইদিক উদিক ঘুইরে মরি পথে ,
কেউ দ্যাখে না প্যাটের জ্বালা ,শরীলটারে লুটে ।
দিনের বেলা বাবুরা সব ভদ্দর নোক বটে
রেতের বেলা তারাই আবার হায়না হয়ে ওঠে ।
মা রে ,,,
আর পারি না ,
তুর কথা যে বড্ড মনে পরে ,
নিবি কি মা কোলে তুলে ?
তুর বিটি যদি ঘরে ফিরে আসে ।
মোতিয়ার মা ___
মোতিয়া তু কুথা চইলে গেলি ?
কে দিবে বল তুর খপর
শুধু চক্ষের জল ফেলি ,শুধু চক্ষের জল ,,,,,,
তুর বাপ কইছে ,ও লষ্ট মেইয়ে বটে ,
তুর ভাই কইঞ্ছে ,ও মাগী লষ্ট হইন গেছে ,
মা রে ,আমার বুকটা খালি হইন গেছে ॥
মোতিয়ার বাপ ……..
বড় ঘরে বিটিয়াকে কামের লেগে কে দিছিল বটে ?
আইজ তুমার বিটি লষ্ট হইন গেছে !!!!
মোতিয়ারে ,,,
পরানটা যে তোরে জড়াইন ধইরে জুড়াইতে চায় বটে ॥
থুক্ ,তুদের থুক্ ,,,,,
মেইয়ে আমার একা একা লষ্ট হইন গেছে ??

(ফাল্গুনের জন্ম তিথিতে ফাল্গুনের সেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ফাল্গুন দুহিতা রুমকি আনোয়ারের অনুমতিতে )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here