শরতের কথা
——————-
সাহানুকা হাসান শিখা
———————————
পৃথিবীর এক প্রান্ত থেকে
দেখি অন্য প্রান্তে ,
শরতের কাশবনের ধ্রুপদী নৃত্য।
শুভ্রতার চাদর বিছিয়ে রেখেছে
বেলী সেফালি আর শিউলি।
ভোরের শিশির মিশে যায় সবুজ ঘাসে,
পল্লী বধুরা নোলক নাড়িয়ে হাসে।
কলসী কাঁখে আলতা পায়ে হাঁটে,
শরতের ফুলেরা যেন না কাঁপে।
শারদীয় পুজোর আগমনী বার্তা
সবার ঘরে আনে সুখের সখ্যতা।
মা আসবে ঘোড়ায় চড়ো এবার
আসছে মহালয়া, পদে পদে আশীর্বাদ।
পৃথিবীতে শরৎ আসে বারবার।
হে কবি
সাহানুকা হাসান শিখা
—————-//////———
হে কবি, ঠিক কবিতার মত করে
লিখে দিও আমার কথা।
লিখে দিও প্রতিটি পাতায়
আমার সকল ব্যাথা।
সুখগুলো কে বেঁধে নিও
রঙীন জারিন ফিতায়।
দুঃখগুলো কে ভাঁজ করে রেখো
কাঠের তৈরী আলনায়।
হুতাশাগুলো সাজিয়ে দিও
সমুদ্রের ফেনায়,
আশাগুলোকে উড়িয়ে দিও
ঐ পাহাড়ের চূড়ায়।
জানি জীবন একটা নদী
ফুলশয্যা নয়,
তাই তো সকাল বিকাল,
জোয়ার ভাটার ভয়।
শুনো হে কবি বন্ধু শোন
লিখ জীবন্ত কবিতা।
কবিতার শিরোনাম দিও
হে আমার অর্পিতা।