স্টাফ রিপোর্টারঃ খ্রিস্টান এইড ও উই কেন বাংলাদেশের সহায়তায় ও ব্রেডের (‘ BRED) উদ্যোগে ‘ অষ্ট মনীষা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও তথ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্ট মনীষা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় অষ্ট মনীষা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও তথ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান সুলতান জাহানারা বকুলের সভাপতিত্বে, ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জমিনউদ্দিন , মহিলা মেম্বার মছুনাহার,তাসলিমা বেগম , মেম্বার মুজিবর রহমান সহ আরো অনেকে।
ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিয়ে প্রশ্ন করেন নাগরিক সংগঠনের পক্ষে জয়া হালদার ,শ্যামলী কর্মকার , রীতারানী শীল সহ আরো অনেকেই। সকল প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান সুলতান জাহানারা বকুল ও প্রশাসনিক কর্মকর্তা জমিনউদ্দিন, এসময় উপস্থিত ছিলেন ব্রেডের আবুল কালাম আজাদ।