পাবনার ভাঙ্গুড়ায় ব্রেডের ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডার, পরিষেবা প্রদানকারী, প্রতিষ্ঠান ও এনজিও’র সাথে সংযোগ এবং সহযোগিতা বিষয়ক কর্মশালা

73
বিভিন্ন স্টেকহোল্ডার, পরিষেবা প্রদানকারী, প্রতিষ্ঠান ও এনজিও’র সাথে সংযোগ এবং সহযোগিতা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টারঃ খ্রিস্টান এইড ও উই কেন বাংলাদেশের সহায়তায় ও ব্রেডের (বিআরইডি) উদ্যোগে ‘এমপাওয়ারিং এথনিক ইয়ুথ ফর চ্যান্জ’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলা মিলনায়তনে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বিভিন্ন স্টেকহোল্ডার, পরিষেবা প্রদানকারী, প্রতিষ্ঠান ও এনজিও’র সাথে সংযোগ এবং সহযোগিতা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাবু জ্ঞান্যনাথ মুড়ালির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।
ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহাবুব উল আলম, আইনজীবী মো. মজিবুবর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামিম হাছান, আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত বসাক।
এসময় উপস্থিত ছিলেন ব্রেডের আবুল কালাম আজাদ, হাসিনা খাতুন ও বায়েজিদ বোস্তামীসহ আদিবাসি যুবক-যুবতি ও অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে আদিবাসীদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করেন ও আদিবাসী কিশোরী দশম শ্রেণির ছাত্রী স্বতি সরকারকে একটি বাইসাইকেল উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here