পাল্টে গেছে বিবেক
শিলু জামান
আমরা ব্যস্ত সবাই নিজের আখের গোছাতে
পারিপার্শ্বিক বুঝি না পেটের ক্ষুধায় হন্যে হয়ে মাতি গলা কাঁটতে,
কে আছো বাঁচাও কে আছো কোথায়
নিচ্ছে সবই লুটোপুটি,
দেখছে না কেউ কোথায় যাচ্ছে জীবন,
নিয়মের সব পদাবলি,
পাল্টে গেছে সমাজ পাল্টে গেছে মানুষ
বিবেক কেঁটে করছে দুখান হচ্ছে যে ফানুস
ব্যস্ত শহরে চলছে ট্রেন ঘুরছে নাটাই ভনভন
রাতের আঁধারে নিচ্ছে সুযোগ মেজাজে টনটন।
আমরা নাকি ব্যস্ত মানুষ, বিবেকটা ও তাই
মানুষ মেরে রিযিক মেরে করছি খাই খাই,
বাজার এখন তুঙ্গে, মধ্যবিত্তের পকেট খালি
সেরা মাছ যায় পাহাড়ে নিম্নবিত্ত বাজায় তালি,
বোতল গিলে হয় টালমাটাল চোখে শর্সেফুল
রিক্সাওয়ালার মাথায় হাত বিদ্যে না রেখে করেছে ভুল,
সমাজ চলে ইশারায় কেউ কারো মুখ দেখে না
আমজনতা রাজপথে যায় পায় না কোন ঠিকানা,
ব্যস্ত বাজার ব্যস্ত অফিস আগুন লাগা শহরে
বিবেক এখন গেছে মরে ভাবে না আর কাহারে।