ভুলভুলাইয়া
সুলতানা শিরীন
যাকে তুমি এঁকেছ সেখানে তো অন্য কেউ
যার কথা লিখেছ ওখানে যে বিরান ঢেউ
জলছাপ ডুবে গেছে ভেসে গেছে পানা
কে জেনেছিল সে গভীর তলের কথা!
ডুবজলে ভেসে যায় বুক লোনাজলে সাগর
পোড়া মন তাপদাহে কেঁদে ওঠে চৈত্রের ভোর
মন বলে প্রাচীন, আঁক তুমি অচিন
যার মুখ মনে ভাসে সে আসে না তুলির আঁচড়ে
জগৎ এক যাদুগ্রস্ত মানব
মন তার যাদুর কাঠি
মিল অমিলের তুলাদণ্ডে জীবন তোলপাড়
এ এক আজব জগৎ সংসার।