প্রশান্তির প্রত্যাশায় “তুই ”কবিতাটি লিখেছেন তারুণ্যের কবি- নাসরিন জাহান মাধুরী।

477
প্রত্যাশায় “তুই ”কবিতাটি লিখেছেন তারুণ্যের কবি- নাসরিন জাহান মাধুরী।
তারুণ্যের কবি- নাসরিন জাহান মাধুরী

তুই

 *******নাসরিন জাহান মাধুরী

ঐ পাহাড়ি আঁকাবাকা পথে
চলছি আর চলছি–
ভাবছি তোর কথা–
বলেছিলি নিয়ে যাবি আমায় তোর সাথে–
তুই নিয়ে যাসনি
দেখ এখন আমি যাচ্ছি
পাহাড়ের নৈশব্দ আর মেঘের চাদর
ঠিক তোর মতোই রহস্যে ঘেরা–
লাল, সাদা আর হলুদ বুনো ফুলের গন্ধে
মিশে আছে তোর ভালোলাগা গুলো–
সর্পিল উঁচুনিচু পথ দিয়ে
যতই যাচ্ছে হিমেল হাওয়া আর বিকিরিত
আলোর চ্ছটায় হারিয়ে যাচ্ছিলাম অজানায়–
আর যেনো ধরেছিলাম তোর হাত দুটো–
আর যেদিন পাথুরে স্রোতস্বিনী ঝর্ণায় পা পিছলে
পড়ে গিয়ে ডুবছিলাম আর ডুবছিলাম
ভাবছিলাম তোর কথা–
তুই এসে হাত ধরে ওঠাবি আমায়,
পাইনি সে হাত–
শুয়ে থাকি ঐ শীতল স্রোতে অনন্তকাল
গভীর প্রশান্তিতে–
তারপর ফিরে ফিরে যাই–
সব নিশ্চুপ, আমার দৃষ্টি সুদূর থেকে সুদূরে–
চোখ দিয়ে বইছে অশ্রুধারা–
সুখের না দুখের জানিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here