বাংলা সাহিত্যের অন্যতম সারথি-হাফিজুর রহমান’র জীবন ধর্মী কবিতা “প্রাণ”

344
হাফিজুর রহমান’র জীবন ধর্মী কবিতা “প্রাণ”

প্রাণ
হাফিজুর রহমান

অতনু মাঝির মত শব্দহীন এলে অবশেষে
ভেসে ভেসে মহাকালনদী বর্ণময় স্রোতে,
সঙ্গোপনে ঢুকেছ পৃথিবীতেই আমাদের জীবনে-বাসরে
বেহুলার ফুলসজ্জাকালে যেরকম ঢুকেছিল অচেনা মরণ ।
দ্বিধা নেই কোনো, তুমি অলৌকিক গল্পের বাগানে
গাছে গাছে ঝুলে থাকা হীরকের ফুল বা বিষের পেয়ালা
কোন উপহার কার হাতে তুলে দেবে হেসে হেসে, কেউ তা জানেনা
শুধু জানে, সান্তাক্লসের মতন তোমার আস্তিনে ভবিতব্য দোলে ।
লখিন্দর যেমন ঘুমিয়ে ছিল, ঘুমাবে জগৎবাসী
বেহুলার প্রেমময় দৃষ্টির আড়ালে বিষলক্ষ্যা ছুরির ছোবল
অকষ্মাৎ চুম্বনের দাহ এঁকে দেবে প্রশান্ত ললাটে । আহা
বিদায়ের ঘন্টি বুঝি মধুরবিরহধ্বনি তুলে কাঁপাবে ভুবন ।
তুমিহীন শুধু শুয়ে রবো মাটি হয়ে মাটিতে মাটির মমতায়
মৃদুহাসি হাসবে তুমি বৃক্ষে-ফুলে-জলে আকাশের তারায় তারায়
বহমান জীবনের উদ্দাম উল্লাসে, কবিতার নি:শব্দ চরণে চরণে…
অবলোকনের চোখে হয়তো সেসব দেখতে দেখতে শুয়ে রবো…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here