কলমযোদ্ধা-কোয়েল তালুকদারের ভিন্নমাত্রার কবিতা “আমি আসবো”

348
কোয়েল তালুকদারের ভিন্নমাত্রার কবিতা“আমি আসবো ”

আমি আসবো
কোয়েল তালুকদার

যেখানেই থাকি —
নিঃশব্দের পদধ্বনিতে আমার ভালবাসা
তোমার দরজায় এসে কড়া নাড়বে একদিন ,
তুমি অপেক্ষায় থেকো।
দূরের ছায়াপথ থেকে যে ছায়া এসে পড়বে
তোমার বাড়ির উঠোনে,
তোমার দুপাশের রাস্তায় দাঁড়ানো সারি সারি সুপারি গাছের পাতা ছুঁয়ে যে রোদ্রের ঝলকানি তোমার অলিন্দে প্রবেশ করবে,
সেখানে সেই আলোয় আমার নিঃশ্বাসের উষ্ণতা পাবে।
তোমার ঘুমে, স্বপ্নে, জাগরণে, আনন্দে, তোমার শোকসন্তপ্ততায় আমার নিঃশব্দ উপস্থিতি থাকবে –
তোমার আনমনা সকল ভালবাসা নিয়ে
অপেক্ষায় থেকো।
আমি একদিন আসবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here