শ্রমিক থাকে শ্রমিক হয়ে
সুফিয়া শিউলি
কারখানা-মিল বিলে–ঝিলে
রাঘব-বোয়াল সবাই মিলে
ভাগবাটোরা চলছে ভালোই
কাঁপছে দেখে সবার পিলে।
শ্রমিক কৃষক ঘামছে ঘামে
মালিক হাসে উচ্চ দামে
চলছে এমন রাজ্যজুড়ে
সমান এসব শহর গ্রামে।
মজুর কাঁদে কৃষক কাঁদে
আটকে গিয়ে ঠগের ফাঁদে।
হুজুর পেটে তৈলো মেখে
মাজায় কষে গামছা বাঁধে।
শ্রমিক নেতার মিটিং ফিটিং
ফালতু এসব কথার চিটিং
মালিক-নেতায় গোপন রফা
অন্ধকারে ইটিং-সিটিং।
শ্রমিক থাকে শ্রমিক হয়ে…
কষ্টে জীবন যাচ্ছে ক্ষয়ে!
সেলাই দিদিমনির ছুটে চলা ::
সুফিয়া শিউলি
নিত্য উঠে সূর্য, নিত্য নতুন দিনের জন্ম হয়
নামে শ্রমিকের ঢল, হয়ে উঠে রাজপথ গতিময়
দলে দলে শ্রমিকের ছুটন্ত চলায়
ঢাকার প্রতিটি প্রভাতও হয়ে উঠে যেন প্রানময়।
খাবারটা যেমন-ই হোক, পেটে পড়লেই জেগে উঠে তনুময়
খাবারে পুষ্টি, এই বাজারে সে তুষ্টি
মাসিক বেতনের হিসেবে সে যে বড় স্বপ্নময়।
হাতে ছোট টিফিন বাটি, মুখে হাসি
আত্মবিশ্বাসে ছুটে চলছে সেলাই দিদিমনি।
চলে মেচ ভারা, বাড়িতে বাবা-মা
দায়িত্ববোধে নেই গরিমসি, রাষ্ট্রের উন্নয়নে দেখায় পটীয়সী!
দিনে রাতে কাজের কঠোরতা, ঘার ফেরানোর নেই সুযোগটা,
করে উন্নায়ন, বারে মালিকের ধনায়ন;
থেমে থাকে শুধু শ্রমিকের দাম
পড়ে থাকে শুধু শ্রমিকের ঘাম।
ক্ষমতার বলে ফাঁকিজুঁকি দেয়া গড়া কারখানা ধ্বসে
মালিকরা বেঁচে থাকে, শ্রমিকরা সারিসারি মরে!
নিয়ম-নীতির বালাই ছেড়ে কারখানা গড়ে তোলে
এক সিঁড়ি দিয়ে ঠাসাঠাসি যাতায়াত
আগুন ধরা কারখানায় শ্রমিকরা শুধু পুরে পুরে মরে!
সরকারের তদন্তে নেই অনীহা, কমিটি গড়ে, মালিক থাকে চুপেচাপে;
শেষমেশ শ্রমিকের জীবনের দাম, টাকার অংকে যায় মিটে।
আছে আইন, প্রয়োগের কথা নাই
নিয়োগপত্র না ছাই! যখন তখন শ্রমিক ছাঁটাই চলছে তাই!
মাতৃত্বকালীন ছুটি? সেতো দিবা-স্বপ্নের বাণী
মা হলে ছাঁটাই হয় শুধু সেলাই দিদিমনি।
সস্তায় ভালো কাজ, লাভোবান হয়ে যায় বিদেশী বেনিয়া
সাজানো শিশু যত্নকেন্দ্র, গোছানো আইনের কাগজ দেখে
তুষ্টিতে ভরে যায় বিদেশী বেনিয়া,
করে যায়, ভরে যায়, শুধু মালিকের পেট তরতাজা করিয়া!
কাজের সাথে তাদের বোঝাপড়া
শ্রমিকের ভাগ্য শুধু শ্রমে পরে থাকা
শ্রমিকের ভাগ্য উন্নয়নে শুধু কথার ফুলঝুরি ফোটা।
বছর ঘুরে আসে মে, মে দিবসের ডাকে সব ভূলে
শ্রমিকরা আবারো দলে দলে বেরিয়ে আসে
ন্যায্য পাওনা আদায়ের দাবীতে, ভাগ্য উন্নয়নের স্বপ্নে,
আবারো নতুন জাল বুনে।
বছর ঘুরে বছরে, লাল ঝান্ডা তুলে ছুটে চলে রাজপথে
আগামী দিনের স্বপ্নে, মিছিলে শ্রমিকের ঢল নামে।
খুব ভালো লাগলো। চমৎকার উপস্থাপনগুলো, যা অনুপ্রাণিত করে।