ইতালি থেকে সমাজ বিশ্লেষক-সৈয়দা ইয়াসমীন এর একটু ব্যতিক্রমধর্মী লেখা “পয়ত্রিশোর্ধ ”

537
ইতালি থেকে সমাজ বিশ্লেষক-সৈয়দা ইয়াসমীন এর একটু ব্যতিক্রমধর্মী লেখা “পয়ত্রিশোর্ধ ”

পয়ত্রিশোর্ধ নারী

                      সৈয়দা ইয়াসমীন

পয়ত্রিশোর্ধ নারী
চায় না কিছু আহামরি;
অকারণে ভাসে না অশ্রুজ্বলে
নিজেকে স্বযত্নে নেয় সামলে;
ঝড় তুফান যাই আসুক
ধৈর্যে করে জয়, হয় না উৎসুক।

পয়ত্রিশোর্ধ নারী
আবেগের তরে ভাসায় না বাড়ি;
খায় না অপরিপক্ক প্রেমে হাবুডুবু
যেখানে সেখানে তরী নিবুনিবু;
বিচার বিবেচনায় পরিপক্ক
হ্যাঁ না এর মতাধ্যক্ষ।

পয়ত্রিশোর্ধ নারী
বায়না করে না অযাচিত বাড়ি গাড়ি;
বুঝে শুনে মানিয়ে নেয় সবই
সম্পর্কের অধিকার বুঝে ঠিকই;
পরিবারে পরিচ্ছন্নতা রাখে বজায়
সঙ্গীকে ভাসায় সুখের ভেলায়।

পয়ত্রিশোর্ধ নারী
করে না অহতুক বিরুধ, আড়া আড়ি;
স্ত্রী হিসেবে অন্যপূর্ণা
সন্তান হিসেবে স্বয়ং সম্পূর্ণা
সন্তানের জন্য হয়ে উঠে স্বাবলম্বী;
বাস্তবতার ছোঁয়ায় এক মহামানবী।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here