ডালিয়া চৌধুরী এর লিখা দুইটি কবিতা “দুঃখপ্রভা” ও “উল্টোমুখো”
১। দুঃখপ্রভা
ধীরে আসো সন্ধ্যা, খুব ধীরে,
আলো মুছে দিও না ইরেজারে ,
নৈঃশব্দ্যের ম্লান আবহে
বিকেলটা তবু প্রজাপতির বাহনে
রং ছড়াচ্ছে সবখানে,
একাকী পাখিটির ধবল পাঁজরে
এখনো রোদের ঘুরাঘুরি।
ধীরে আসো অন্ধকার, খুব ধীরে,
কিছুটা দুঃখপ্রভা প্রকৃতির
নাজুক অন্তরে ,
দিগন্ত মিশেছে পথের পাশে
গোধূলিটা কিন্তু অনেক দূরে।
২। উল্টোমুখো
উল্টোমুখো থেমে যাওয়া
পথের ধারে
দাঁড়িয়ে থাকো প্রদীপ হাতে,
আজ তোমাকে দেখাবো
ভেতর বাড়ির রক্তজবা,
কেওড়াবনে ভিজতে থাকা
দুঃখপাখি,
বুকের ভেতর আটকে পড়া
আগুন রঙা অতীতলিপি,
উল্টোমুখো থেমে যাওয়া নদীটায়
দুলে উঠা কৃষ্ণচূড়ার প্রতিচ্ছবি,
মাছরাঙার ঠোকর খাওয়া মৎস্যটা
আজ তোমাকে দেখাবে
দীর্ঘশ্বাসে জলের ধ্বংসাবশেষে
গোধূলি ক্ষরণ পাঁজরের অসুখে।