স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলমযোদ্ধা-মোঃ আশরাফুল ইসলাম (নয়ন) এর কবিতা“স্বাধীন_আমার_বাংলা”

568

স্বাধীন_আমার_বাংলা

মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)

২৬ শে মার্চ এই স্বাধীনতায়,
হাসি খুশি আনন্দে সবাই। 

স্বাধীন সুখের জোয়ার এই বাংলায়,
চেয়ে দেখো তোমরা ও মোড় ভাই।

বাংলার বুকে বীর তোমরায়।
স্বাধীনতা এনেছো তোমরা যারায়।

ও বাংলার বীর ভালবাসি ভালবাসতে চাই।
বেঁচে থাকি যতদিন এই ধরায়,

বীর মুক্তিযোদ্ধা তোমরা আছ যে যেথায়,
ভালো থেকো বাংলার বন্ধু সবাই।

পাকহানাদারের কাছ থেকে যারায়,
এনেছো সিনিয়ে বাংলা মা”কে ভাই,

এই বাংলার বুকে থেকে তোমাদের জানায়,
শত হাজার বার শ্রদ্ধা ও বীর ভাই।

২৬ শে মার্চে প্রাণ আমার ভরে যায়,
খুশির আনন্দে দুলে আমার হৃদয়।

অতি কষ্টে এনেছ বাংলা, রক্ত করেছো বিনিময়।
তোমরা যারা বাংলাকে রুপ দিয়েছো স্বাধীনতায় ,

তোমাদের ভালবেসে মরতে যেন পারি সবাই,
সৃষ্টিকর্তা আমাদের যতদিন বাঁচায়।

বাংলার বুক থেকে চলে গেছো যারা চির নিদ্রায়,
দোঁয়া করি ভালো থেকো তোমরা বীর ভাই।

অমর হয়ে রবে তোমরা এই বাংলায়।
মনে রাখবো তোমাদের সারাজীবন আমরা সবাই।
বেঁচে থাকবে তোমরা এই রাংলার স্মৃতির পাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here