স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলমযোদ্ধা-শেখ পাভেল আকবর এর কবিতা“মা..আমার স্বাধীনতা কোথায় ??”

590
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কলমযোদ্ধা- শেখ পাভেল আকবর এর কবিতা“মা..আমার স্বাধীনতা কোথায় ??”

মা… আমার স্বাধীনতা কোথায় ??

শেখ পাভেল আকবর ★

আমি ধনী নয়,
আমি মুচি নয় ,
আমি মধ্যবিত্তোও নয় … তাহলে আমি কে?
কোথায় আমার নিরাপত্তার দলিল ?
কাদের হাতে আমার স্বাধীনতা ?????

আমি স্বাধীনতার লাল সূর্য
আমি ঈশ্বরদীর শেখ পাভেল ★

আমি সারিবদ্ধ ভাবে মশাল মিছিল নয়
আমি লৌহা দিয়ে লৌহা পিটিয়ে মানুষ জবাই করার ছুরি নয়……..

আমি স্বাধীন বাংলাদেশের নীল আকাশ
আমি মায়ের আঁচল থেকে খুলে নেওয়া ১০ টাকার একটি নোট…..

আমি ঝাঁকড়া চুলের বাবড়ী দোলানো কবি নজরুলের বিদ্রোহী কবিতা ……

আমি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ..

আমি গরীবের রক্ত চোষা স্বাধীন বাংলার একদল হায়না ……

আমি হারিয়ে ফেলেছি সেই রুমাল ??
যার উপর লিখা ছিলো…….
যাও পাখি বলো তারে….. শারমিন যেনো ভূলে না মোরে….

আমি ফারাক্কার খোলা তালাচাবি

আমি শান্তি চুক্তির সাদা কাফনের এক টুকরো সাদা কাপড়…. ….

আমি স্বাধীনতার ভূখন্ডে এক অভিশপ্ত ক্রিতদাস ★★★

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here