শাশ্বত স্বপ্ন
সাহানুকা হাসন শিখা
হারতে হারতে আমিও একদিন
নতুন করে জন্ম নিবো এই পৃথিবীতে
জয়িতা নামে।
আমার ইচ্ছা আকাঙ্খা অপূর্ণতা সবই
উদিত হবে ধরাধামে।
না পাওয়ার কষ্ট ব্যথাগলো,
লুকিয়ে থাকবে,আড়ালে।
সামনে এসে দাঁড়াবে, জয়বার্তা, জয়গান
স্বাধীনতা দিবে হাতছানি।
আমি বলে যাবো সত্যের বাণী।
ভেঙে যাবে সমাজের সৃষ্ট নকল দেয়াল,
তৈরী হবে কাঙ্খিত খেয়াল।
সম অধিকার চলবে বহাল,
আসবে এক নতুন সাল।