এসো আস্থার বন্ধুত্বো গড়ি
শেখ পাভেল আকবর
লোক দেখানো নয়, বিপদের সময় পাশে থাকার নামই বন্ধুত্বো……
মিথ্যা কথা বলে মন ভোলানো নয়
সত্যি কথা বলে সাহস যোগানোর নাম বন্ধুত্বো …
কোনো ভুল দেখে সরে যাওয়ার নাম বন্ধুত্বো নয়……..
ভুল শুধরে দিয়ে ভালবাসার নাম বন্ধুত্বো !
সময়ের সাথে সাথে পাল্টে যাওয়া নয়,
সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্বো !
আজকের এই বেপরোয়া ব্যাস্ত জীবনকে পরোয়া না করে..
কেমন আছিস ?? জানতে চাওয়ার নামই আসল বন্ধুত্বো ??
শুধু ফটোসেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয়,
একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই হচ্ছে আসল বন্ধুত্ব !
এসো…. আমরা নকল পৃথিবীতে আসল বন্ধুত্বো গড়তে শিখি