মহারাজ
আনজানা ডালিয়া
মহারাজ এক নির্জনতার নাম
যে কিনা নীরবে বুকের গভীরে শিকড় গজিয়েছে,
ডালপালা মেলেছে যত্নে,
মিষ্টি ছায়া দিয়ে যাচ্ছে অবিরত।
মুকুটহীন রাজা
চোখের তারায় খেলা করে জোনাকির মিছিল
উঠোন জুড়ে আলপনা, ঠিক মাঝখানটায় ধুপের বাতি
তার মাঝে মুঠো ভরা ফুল।
ফুল আজন্ম ভালোবাসার নাম।