ঈদ মোবারক
নাসরিন জাহান মাধুরী
ঈদ এলো ঘরে ঘরে
আত্মত্যাগের ঈদ
স্বজন হারানোর ব্যথা নিয়েও
মুখে হাসি, নিয়ে চোখে জল নিয়ে
ঈদকে বরণ করে নিলো যারা
এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি আছে?
পৃথিবী পরিশুদ্ধ হোক
জীবাণুর বিনাশ হোক
আবারো ঈদের জামাত জনস্রোতে পূর্ণ হোক
হোক কোলাকুলি
মুছে যাক দূরত্বের বিধান..
মন থেকে বিসর্জন দেই
লোভ, হিংসা, গর্ব, আর আমিত্ববোধ
ভালোবাসা মমতায় পূর্ণহোক প্রতিটি হৃদয়
হই মানবিক
হই মানুষ মানুষের জন্য
তবেই আত্মত্যাগের এই ঈদ পাবে স্বার্থকতা।।