“ভিসুভিয়াস ”কবিতাতে মনের ভেতর জমে থাকা অভিমান গুলোর হঠাৎ ই ফুসে ওঠার কথা বলেছে কবি -নাসরিন জাহান মাধুরী

577
“ভিসুভিয়াস ”
কবি -নাসরিন জাহান মাধুরী

ভিসুভিয়াস

   ***********নাসরিন জাহান মাধুরী

ভিসুভিয়াস গুমরে গুমরে মরে গহন মনে,
ফুসেফুসে উঠে বারবার বারবার বারবার,
হয়তোবা এখনি উদগীরণ ঘটবে ঐ আগ্নেয়গিরির,
তপ্ত তরল লাভার স্রোত বইয়ে দেবে নিজের উপর,
তারপর চারিদিকে, ঐ পম্পেই নগরীর মত,
লাভায় ঢেকে দেবে নিজেকে।
তারপর হাজার বছরে শীতল হবে,
শীতল হবে, শীতল হবে।
হবে স্থির, অচঞ্চল স্মারক মূর্তি।
গড়ে নিয়ো কোন পর্যটন কেন্দ্র।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here