“ভিসুভিয়াস ”কবিতাতে মনের ভেতর জমে থাকা অভিমান গুলোর হঠাৎ ই ফুসে ওঠার কথা বলেছে কবি -নাসরিন জাহান মাধুরী

616
“ভিসুভিয়াস ”
কবি -নাসরিন জাহান মাধুরী

ভিসুভিয়াস

   ***********নাসরিন জাহান মাধুরী

ভিসুভিয়াস গুমরে গুমরে মরে গহন মনে,
ফুসেফুসে উঠে বারবার বারবার বারবার,
হয়তোবা এখনি উদগীরণ ঘটবে ঐ আগ্নেয়গিরির,
তপ্ত তরল লাভার স্রোত বইয়ে দেবে নিজের উপর,
তারপর চারিদিকে, ঐ পম্পেই নগরীর মত,
লাভায় ঢেকে দেবে নিজেকে।
তারপর হাজার বছরে শীতল হবে,
শীতল হবে, শীতল হবে।
হবে স্থির, অচঞ্চল স্মারক মূর্তি।
গড়ে নিয়ো কোন পর্যটন কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here