অপ্রকাশিত অনুভূতি নিয়ে কবি-মাসুমা সুইটি এর লিখা কবিতা“অব্যক্ত ”

616
“অব্যক্ত ”
কবি-মাসুমা সুইটি এর লিখা কবিতা “অব্যক্ত ”

অব্যক্ত

মাসুমা সুইটি

কথার মাঝে কথা থাকে
লুকিয়ে বুঝি অন্ধকারে,
ক্ষীণ আলোয় মেঘ সরে যায়
যদি পায় সে আলোটারে।

হাজার ধ্বনি হৃদয় চিরে
আঘাত করে ক্রমান্বয়ে
হয় না প্রকাশ বসতকালে
হয় যদি সে জীবন ক্ষয়ে।

লুকিয়ে বুকে হাজার কথা
কিংবা সেথায় শতক ব্যাথা
হয়না বলা যখন তারে
হৃদয়টারে পুড়িয়ে মারে।

আলোর খোঁজে জীবনবসান
হৃদয়মাঝারে সৌধ গড়ে
জলপ্রপাতে ভাসিয়ে দিয়ে
আত্মগোপন চুপিসারে।

আপন আলোয় বসতভিটা
ধূম্রজালে আবদ্ধতা
সংকোচেরই করালগ্রাসে
হয় ম্রিয়মাণ স্থবিরতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here