পাবে না খুঁজে কোথাও
গোলাম কবির
দুঃখের বিলাসী পশমী সিল্কের চাদর
মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আমার সুখ।
আমার ভালবাসা দুর্দান্ত কোনো
খরস্রোতা পাহাড়ি নদীর মতো
অবিরাম ধেয়ে চলেছে তোমার পানে
অথচ তোমার কোনো সাড়া নেই!
এখন তুমি কি সুন্দর খাচ্ছো, দাচ্ছো,
ঘুমাচ্ছো, আয়নায় নিজেকে দেখছো
অমল সুন্দর! এদিকে আমার নির্ঘুম
রাতের কান্নার জল ভোরের শিশির
বিন্দু হয়ে ঝরে পড়ে রাতের শিউলি
ফুলের ডগায়, নরম সবুজ দুর্বা ঘাসের
উপর,রঙিন প্রজাপতির ডানায়,
শুধু তোমার পাথুরে হৃদয়েই স্পর্শ
করলো না! তবুও জীবন থেমে নেই,
আশায় বেঁচে আছি একদিন এই
পাথুরে হৃদয়েই ফুটবে ভালবাসার
লাল নীল গোলাপ কুঁড়ি, ভালবাসার
সৌরভ ছড়াবে সারাবিশ্ব জুড়ে!
জানি একদিন তোমার অহল্যা ঘুম ভাঙবেই অথচ আমি তখন অভিমানে পড়ে থাকবো কালঘুমে
তুতেন খামেনের সমাধিসৌধে!
আমাকে তখন চাইলেও
আর পাবে না খুঁজে কোথাও!