পদ্মার পাড়ে একদিন
আনজানা ডালিয়া
পদ্মার পাড়ে সেদিন বসে ভাবি
আর কত দুঃখ বুকে ভরে নিবি?
আমিও এলাম কিছু ঝেড়ে,কিছু নিতে
ইস্ তুই যদি সারা বেলা কাছে থাকতে!
পাহাড় সমান কষ্ট নিংড়ে তোকে দিলাম
জানিস তো আমিও একদিন প্রেমিক ছিলাম।
আমার সব হারানোর কষ্টে লেখা গানে
থাকবে তোর স্রোতের কারুকাজের মানে।