“বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম ”কবিতাটি লিখেছেন লন্ডন থেকে ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি পম্পি বড়ুয়া ।

483
বিরল প্রতিভাধর কবি পম্পি বড়ুয়া

বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম

                                  পম্পি বড়ুয়া 

এগিয়ে যাবো মোরা নব উন্মেষে ,
ফুটাবো মোরা আলোর ঝিলিক হেসে।
মৃত্যুর মুখো মুখি হয়ে ক্ষান্ত হবোনা ,
যায় যাবে প্রাণ তবে ,ভয় করবো না।

দিগন্তে জ্বলবে মোদের অগ্নিশিখা ,
মোদের প্রাণে বাজবে তখন প্রলয়শিখা।
অগ্নির মতো কঠোর হবে মোদের মন ,
সংগ্রামের রণক্ষেত্রে বাধা আসবে সর্বক্ষণ।

মুক্তির পথে বের হয়েছি আমরা ,
আমাদের সংগ্রাম ,স্বাধীনতা চাই আমরা।
আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র -জনতা যারা ,
করবে তারা এদেশের মানুষকে জাগ্রত সারা।

দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করবে যারা ,
তাদের বিরুদ্ধে সংগ্রাম করবো মোরা।
যতদিন পৰ্যন্ত শান্তি আসবেনা স্বদেশে,
ততদিন পৰ্যন্ত বাঙ্গালীর স্বাধীনতার সংগ্রাম চলবে এদেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here