আমেরিকার লস্ এঞ্জেলস থেকে সাম্যের কবি-হাজেরা বেগম এর লিখা ঈদ উৎসবের কবিতা“ঈদমুবারক, ঈদ মুবারক”

614
সাম্যের কবি-হাজেরা বেগম এর লিখা ঈদ উৎসবের কবিতা “ঈদমুবারক, ঈদ মুবারক”

#ঈদমুবারক, ঈদ মুবারক-🌙🕊❤️

#হাজেরা বেগম—☘️

~~~~~~~~~~~~~~~~~
ঈদ মুবারক, ঈদ মুবারক
আকাশে ঐ চাঁদ উঠেছে
দেখবি কে কে তোরা আয়
সিয়াম সাধনার মাস শেষে
আনন্দের নহর বহে যায়🕊
ধনী গরিব এক কাতারে
সবে মোরা ভাই ভাই
ভেদাভেদ ভুলে সকলের তরে
কোলাকুলির হাত বাড়াই🤝
পড়বো আজি নতুন জামা
খুশীতে তাই মন ভরা
বাবা মায়ের পদধূলি নেবো
আনন্দে হবো আত্মহারা💃
সেমাই ফিরনী জর্দ্দা জবরদস্ত
মৌ মৌ করছে জুড়ে সারাটি-ঘর
গরিব দুঃখীদের দিয়েছি খেতে
সাধ্য মত যা ছিলো এই-অন্তর🎂
এমন দিনতো আসে না
প্রতিদিন সবার ঘরে ঘরে
তাই আজিকে বিলিয়েছি
সাম্য প্রিতী ইচ্ছেমত ঘুরে ঘুরে👫
যাকাত ফিতরা গরীবের হক
নামাজের আগে আদায় সুন্নত
রোজা নামাজ হবে না কবুল
না করো যদি গরিবের ইজ্জত👩‍❤️‍👨
দয়াময়ের তরে দু’হাত তুলে
প্রার্থণা করি আজকে
সারা জাহানের তরে শান্তি
দাও এনে,সুস্থ করো বিশ্বকে—🌹
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights @ H Begum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here