“ঈদের খুশি নাকি মৃত্যুমিছিল”
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~~
চারিদিকে ঈদের খুশি
নাকি হচ্ছে তান্ডব?
তুমি বিহীন রক্ষাকারী
নেইকো প্রভু বান্ধব।
করোনার ভয়ে বাঁচাবার তাগিদে
দিলো কঠোর লক ডাউন,
করোনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে
মূর্খের দলের শোডাউন।
ট্রাকে চেপে পায়ে হেঁটেই
ছুটছে অবুঝ নীড়ে,
ফেরিঘাট নয় মৃত্যুপুরি করোনা
বহনকারী হাজারো ভীড়ে।
ঈদের খুশি উপভোগে তুমি
মৃত্যু বিলাইলে আপনজন,
খুশির বদলে আজীবনের কান্না
কিনিলে নাতো প্রিয়জন?
হুজুগে বাঙ্গালী ক্ষণিকের আবেগে
জীবন বাঁজি ধরো,
করোনার ক্রোধে জীবন নাশে
বিধাতাকে দোষারোপ করো।