চেতনার কবি-শারমিন আ-ছেমা সিদ্দিকী এর লিখা কবিতা“আমি কবি নই ”

336
শারমিন আ-ছেমা সিদ্দিকী এর লিখা কবিতা“আমি কবি নই ”

আমি কবি নই

         শারমিন আ-ছেমা সিদ্দিকী

আমিতো কবি নই
তোমরা আমায় শিখিয়েছো
তাইতো ——–
কবি নামে পরিচিত হই।

কবি বা কবিতা কাকে বলে?
বুঝিনা তো কিছু,
তোমাদের কথাগুলো আমার ছাড়েনা কভু পিছু।

তোমাদের আঘাত মিশ্রিত কথাগুলোই শুধু
লিখে যাই ডায়েরির পাতায়
সূর নেই, তাল নেই, নেই কোন লয়
কষ্টের সুতা দিয়েই কথার মালা সাজাই।

উন্নত প্রযুক্তির যুগে
বিশ্ব আজ হাতের মুঠোয়,
তাই লেখাগুলোও আমার
পড়েছে ছড়িয়ে বিশ্ব কোনায়।

বিশ্ব আজ দিচ্ছে আমায়
সেরা কবিতার অ্যাওয়ার্ড,
তোমরাই আমায় বানালে কবি
দিয়েছ সংখ্যা বিহীন পাস ওয়ার্ড।

আমি চিরঋণী, চির কৃতজ্ঞ
তোমাদের সবার কাছে,
কবি নামে কেউ চিনত না আমায়
যদি তোমরা না থাকতে পাশে।

কখন — কে আসে কে যায়
এই ক্ষণচারী দুনিয়ায়,
দেখে,শোনে বুঝে থেকো
হবে দেখা আখেরাতে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here