সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে কবি শারমিন আ-ছেমা সিদ্দিকী এর চিন্তাচেতনা, বোধ-বিশ্বাসে নতুন মাত্রা কবিতা “প্রকৃতি রাজ্য ”

575
শারমিন আ-ছেমা সিদ্দিকী এর চিন্তাচেতনা, বোধ-বিশ্বাসে নতুন মাত্রা কবিতা “প্রকৃতি রাজ্য ”

প্রকৃতি রাজ্য

            শারমিন আ-ছেমা সিদ্দিকী

মেঘ রাজ, তুমি বৃষ্টি রানীকে নিয়ে
এসেছো প্রকৃতি রাজ্যে মধুচন্দ্রিমায়?
খাল-বিল, নদী-নালা, এমনকি সমতলও
ভরিয়েছো তোমাদের ভালোবাসায়।

আকাশ পানে তাকিয়ে দেখি তুমি করছো খুব ছোটাছুটি,
বৃষ্টি এসে আমায় বলে, শোনো মেয়ে
এখন কিন্তু তোমার ছুটি।

এভাবে তুমি বলোনা কথা শোনো হে, বৃষ্টি রাণী-
তোমার থেকেও বেশি ভালোবাসি
আমি মানব রমনী।

সমস্ত প্রকৃতি দেখছে আজ তোমাদের গভীর ভালোবাসা,
সূর্য হাসলেই যাবে হারিয়ে তোমাদের সব আশা।

তোমাদের দেখে প্রেম জেগেছে ডাহুক পাখির মনে,
তাইতো তারা করছে দোসর প্রকৃতি মেলার সনে।

আমি রমণী ভালোবাসি তারে
সে তো বেহিসেবি কথা– তোমাদের ভালোবাসা আমার কাছে
নিছক ঝরাপাতা।

বর্ষা গেলে তোমাদের ভালোবাসা পালিয়ে যাবে কোথা,
প্রকৃতি রাজ্যে আমি শুধুই তাকে ভালোবেসে যাব সর্বদা।

তখন তোমার ভাব-গাম্ভীর্য কোথায় রবে তবে,
তাকে নিয়েই থাকবো আমি ইহ-পরকাল ভবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here