ভিন্নধর্মী কবিতা নিয়ে এলেন রুমকি আনোয়ার অনেক দিন পরে ”শ্রাবণে-মননে”প্রজ্ঞা এবং মেধা তার লেখাকে বরাবর বৈশিষ্ট্যমন্ডিত করে রাখে।

810
ভিন্নধর্মী কবিতা নিয়ে এলেন রুমকি আনোয়ার অনেক দিন পরে ''শ্রাবণে - মননে ''প্রজ্ঞা এবং মেধা তার লেখাকে বরাবর বৈশিষ্ট্যমন্ডিত করে রাখে ।

শ্রাবণে – মননে

রুমকি আনোয়ার

আশাহীন শ্রাবণের মেঘ
নীল ঢেউ প্রজাপতি
রাত জাগে অপেক্ষা
জল ভাঙ্গে নারীর শরীর ।
আসবে – এ শব্দে কি জানি আছে নেই ভীরুতা ,
কলঙ্ক গায়ে মেখে আমার অন্ধ হাত ধরে
স্মৃতির সিঁড়ি ভেঙ্গে ক্রমাগত রাত আসে
পৃথিবীর কালবেলা নিয়ে অপেক্ষা শুধু অপেক্ষা ।
এলে , এলে বুঝি –
ভার নিয়ে উঠে আসে
তামাদি শরীর
পরিপাটি গেঁথে যায়
সারি সারি শব্দের বকুল আঁধার সাগর জাগাতে
মাতাল মন
সীমাহীন তোমার আদর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here