“একদিন সমুদ্র কে ভালোবেসেছিলাম” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- আমেনা ফাহিম

460
“একদিন সমুদ্র কে ভালোবেসেছিলাম” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা- আমেনা ফাহিম

একদিন সমুদ্র কে ভালোবেসেছিলাম

                               আমেনা ফাহিম

একদিন সমুদ্র কে ভালোবেসেছিলাম
সমুদ্রের নীল জলে, কিছু নীল স্বপ্ন বুনেছিলাম
স্বপ্নগুলো এখন বর্ণহীন, ধুসর, কৃষ্ণকায়…….

চোরাবালির নোঙ্গরে, রাত্রি নেমেছিল খুব গোপনে
কতো রাত….কতো রাত কেঁটে গেলো সঙ্গোপনে
কেউ জানেনা, কেউ কখনও জানতেও চায়নি
সে আমার অতীত…..

আমার নিজস্ব একটা আকাশ ছিলো
আকাশে তখন, বয়সি মেঘেদের ভীড়
যৌবনে সে মেঘ কৃষ্ণপক্ষে বৃষ্টি ঝড়াত
এখন তার বুকে শুধুই বার্ধক্য….

পাহাড়টা কাছেই ছিলো, মনে হতো খুব চেনা
কতোবার ছুঁতে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি
সে কেবল আমিই জানি, হুমম আমিই জানি
আমার অস্তিত্ব জানে……..

নুইয়ে পড়া আকাশ আর পাহাড়ের মধ্য
মাঝে মাঝে কি যেন সন্ধি হতো,
শেষ বিকেলের সন্ধি, ওরাও জানতো না
মাঝপথে কে, কখন, কাকে ছেড়ে গিয়েছিলো
তারপর সমুদ্রে দিয়েছিলো ডুব
এখন ওরা ঝিনুকের বুকে মুক্ত………
একদিন সমুদ্র কে ভালোবেসেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here