প্রশান্তির প্রত্যাশায় “ লাইফ স্ট্যাইল”কবিতাটি লিখেছেন তারুণ্যের কবি- রেবা হাবিব।

438
তারুণ্যের কবি- রেবা হাবিব

লাইফ স্ট্যাইল

                   রেবা হাবিব

—————
কথা দিয়েছিলাম লাইফ স্ট্যাইল বদলে নিবো
একদম নিজের মত করে।
হতাশার ভিতরেও দেখবো উজ্জ্বল রঙের স্বপ্ন!!
জীবনকে বানাতে চাইনা শত্রু
সে আমার প্রেম
আমি তার প্রেমিকা !!
ছিটকে পড়ুক জীবনের যত আবজাব কথা
বাধাবিঘ্নের দেয়াল ভেঙে তৈরি হোক কিছু সবুজ গল্প।
মন্ত্র মুগ্ধ করে রাখুক রাত্রিদিন।
ইচ্ছা ছিল টানা দু’মাসের একটা জীবন
কাটাবো তোমার সাথে !!
সময়টা খুবই কম
তাতে কি?
সবকিছুতেই থাকবে রসিকতা
আধুনিক যৌন রুচির স্বাদ, গন্ধ
উত্তরে বইবে বাতাস।
বাগানের সারি সারি নীরবতা জানান দেবে
তোমার সাদা শার্টের কারুর ক্ষেত্রে যেন নিভৃতে ঢুকে যাই।
ছুঁয়ে যাবে জোৎস্নালোকিত মোহময় রাত !!
জোছনার ফেনা লাগিয়ে রাতভর শরীর মেরামত
সাথে দমবন্ধকরা সুন্দর দৃশ্য।
কোন আক্ষেপ নয় অভিযোগ নয়
হারাতে চাই তোমার মাঝে
দেখতে চাই সুনিপুণ সর্বজয়ী প্রফুল্ল সতেজ একটি দিন।
—————-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here