ওপার বাংলার কবি- লুবনা আখতার বানু এর অনন্য সৃষ্টি কবিতা “মুখোশের আড়ালে ”

721
ওপার বাংলার কবি- লুবনা আখতার বানু

মুখোশের আড়ালে।

                    লুবনা আখতার বানু।

মুখোশের আড়ালে ভিন্ন
লোকের বাস।
কে আপন আর কে যে পর,
বোঝার নেই উপায়-
মিষ্টভাষী অনেকেরই অন্তরে
যে বিষ!
আবার অনেকে ভীষণ রাগী
হলেও,
বড়োই ভালো মানুষ-
কেউবা অনেক দুঃখ নিয়েও,
মিষ্টি করেই হাসে।
কেউবা অনেক আরামে
থেকেও,
আফশোষেতেই বাঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here