চলাচল
©আল্পনা মিত্র
যেন স্রোতস্বিনী নদী বয়ে গেল আমার বিহবলতার ওপর
যেন সোনালি বালির তীরে দুটো নক্ষত্র নিয়ে ঠেকে গেল
নৌকো একজোড়া!
আসলে রাতে চাঁদ উঠলে লোকগুলো পালটে যায় আর ধাতুময় শহরের কোন সঙ্গোপন ফাটল বা হা- খোলা তামাটে মুখ থেকে ওঠে হাওয়া!
তাই জ্যোৎস্না রাতে কেউ ঢোকে পার্কে, কেউ ঝোপঝাড়ে, কেউ বা পিচ্ছিল কৃমির মত স্বপ্নের
সুড়ঙ্গপথে করে ধাওয়া!